মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)-এর দ্বি-বার্ষিক নির্বাচন। 


শনিবার (২৯ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ (পাচঁমাথা) মোড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করা মাফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে রিক্সা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবলু মিয়া। অপর প্রার্থী নূরুল নবী বুদা ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করেন। নির্বাচনে বাবলু মিয়া ১৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী নূরুল নবী বুদা পেয়েছেন মাত্র ৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জাহিদুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী খলিল দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করে ২৩ ভোট অর্জন করেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যেও সন্তোষ প্রকাশ পায়। নতুন নেতৃত্ব শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়নের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3