
দিনাজপুর-৬ আসন (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের সমর্থনে দাড়িপাল্লার মিছিল করেছে ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রাণীগঞ্জ বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যলয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে দলীয় নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, বায়তুল মাল সেক্রেটারি মোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেদুল ইসলাম রাসেদসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, দাড়িপাল্লা প্রতীক জনগণের ন্যায়বিচার, সৎ নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধের প্রতীক। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষ এবার দাড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে।