
দিনাজপুরের হাকিমপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামি হলেন, থানার নওপাড়া এলাকার ইছহাক আলীর স্ত্রী মোছাঃ নুরছাপা (৪৮)। তার বিরুদ্ধে দিনাজপুর দায়রা জজ আদালতের মামলা নং ১৩৬৬/২৩ ও জিআর নং ৬৮/২৩ (মাদক মামলা) এ বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার রাত আনুমানিক ২টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীকে আজ রোববার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক মামলায় বিজ্ঞ আদালত কতৃক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। হাকিমপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।