
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদে শীতার্ত মানুষের জন্য উষ্ণতার ছোঁয়া নিয়ে এলো মানবিক উদ্যোগ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেনের নিজস্ব অর্থায়নে ইউপি সদস্য ও সদস্যাদের মাঝে উষ্ণ শাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জানান, চেয়ারম্যানের এ ধরনের মানবিক প্রয়াস তাদের আরও অনুপ্রাণিত করে।
চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “শীতের মৌসুমে মানুষের কষ্ট কমাতে ছোট্ট এ উদ্যোগ। সবসময় চেষ্টা করি ইউনিয়নের মানুষের পাশে থাকতে।”
ইউনিয়ন পরিষদের সদস্যরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, চেয়ারম্যানের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা সিংড়া ইউনিয়নকে আরও সেবামুখী করে তুলছে।
৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামগ্রিক উন্নয়ন ও মানবিক সেবায় চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ইউনিয়ন আরও সামনে এগিয়ে যাবে–এমন প্রত্যাশা সকলের।